কাজল তালুকদার, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৭০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনুয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান) কৃষি কর্মকর্তা মোঃফারুক আহাম্মেদ,উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সৌহার্দ দারিং প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন