{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

মদনে মাদ্রাসা শিক্ষকের জমি বেদলের অভিযোগ

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ঃ নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছায়েদুর রহমান খন্দকারের ক্রয়কৃত জমি প্রভাবশালী প্রতিপক্ষের লোকজন বেদখল করে নেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে প্রকাশ, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সুখারী গ্রামের মৃত ছেরাগ আলী খন্দকারের ছেলে মদন উপজেলার জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছায়েদুর রহমান খন্দকার মদন পৌরসভার বাড়ীভাদেরা মৌজায় সাবেক দাগ নং ৯৭০ হাল দাগ নং ১৬২০ এর ২০ শতাংশ জায়গা ক্রয় করে সেই জায়গার একপাশে ৫ শতাংশ জায়গায় বসত বাড়ী তৈরী করে বসবাস করে আসছে।

বাকী ১৫ শতাংশ জমিতে টুকটাক কৃষি কাজ করা হতো। পরবর্তীতে আটপাড়ার সুখারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চলমান ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী সৈয়দ মোস্তফা আশরাফ কামাল ওরফে তুহিন ভাড়ীভাদেরায় ছায়েদুর রহমানের পাশের জমি ক্রয় করেন। গত বছর তুহিন চেয়ারম্যান হঠাৎ করে ছায়েদুর রহমানের ১৫ শতক জমি তাদের বলে দাবী করে বেদখলের চেষ্টা করলে এ নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

‘অসহায় শিক্ষক ছায়েদুর রহমান’ উপায়ান্তর না দেখে আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মদন থানার ওসিকে সুষ্ঠু তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে মদন থানা পুলিশের এস আই নুরুল আমীন নন এফ আই আর নং ১২৪/২০২০ ইং এবং এ এস আই মোঃ সোহেল রানা নন এফ আই আর প্রশিকিউশন নং-৭২ তদন্ত পূর্বক জমির কাগজপত্র পর্যালোচনা করে দলিল অনুয়ায়ী উক্ত জমির মালিক ছায়েদুর রহমান বলে ১৬ অক্টোবর ২০২১ আদালতে প্রতিবেদন দাখিল করে।

বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত জায়গায় বিবাদীগণ যাতে দখল বা কোন ধরণের স্থাপনা নির্মাণ করতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা জারি করেন। তারপরও প্রভাবশালী প্রতিপক্ষের লোকজন শিক্ষকের জমি বেদখল করে নিয়েছে।

শিক্ষক ছায়েদুর রহমান বলেন, আমার কাছে জমির সঠিক দলিল ও কাগজপত্র রয়েছে। আমার পক্ষে আদালতের রায় রয়েছে। তারপরও তারা জমি বেদখলে নিয়ে উল্টো আমাকে ও আমার পরিবারকে নানা ধরণে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শণ করছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

‘এ ব্যাপারে সুখারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী সৈয়দ মোস্তফা আশরাফ কামাল তুহিন জানান, আমার নির্বাচনের দুর্বলতার সুযোগ নিয়ে ছায়েদুর রহমান এমন মিথ্যা অভিযোগ তুলেছে। তার জমির সাথে আমার জমির দাগ নং ভুল আছে। এ নিয়ে উচ্ছ আদালতে মামলা চলছে।’

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন