{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার’র ২১তম মৃত্যুবার্ষিকী আজ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

আজ ১ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত মরমী কন্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর ২১তম মৃত্যুবার্ষিকী।

তিনি ১৯৫৪ সালের ১জানুয়ারি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের অর্থ কমান্ডার, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের তিন বার সহ-সভাপতি, কেন্দুয়া ঝংকার শিল্পী গোষ্ঠির উপদেষ্টা সহ-সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে সকাল সাতটায় মরহুমের কবরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত, বাদ আসর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

‘উক্ত অনুষ্ঠানে আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীগণকে শরীক হওয়ার জন্য তার পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে।’

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন