{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

নেত্রকোনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের আহবায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে রফিকুল ইসলাম খোকনকে আহবায়ক ও মাওলানা আব্দুল হান্নানকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

রফিকুল ইসলাম খোকন পূর্বধলা উপজেলার বিলজোড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ও মাওলানা আব্দুল হান্নান কলমাকান্দা উপজেলার শিলের কাকুড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক।

বুধবার (২মার্চ) সকালে রাজধানী ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়। এসময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক ঐক্যজোট প্রতিনিধি ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। তাদরে সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির আহবায়ক  রফিকুল ইসলাম খোকন বলেন, চাকরি জাতীয়করনসহ ৮ দফা দাবিতে আমাদের আন্দোলন চলমান। আন্দোলনকে গতিশীল করতে শিক্ষক প্রতিনিধিরা আমাদেরকে নতুন করে দায়িত্ব দিয়েছেন। সঠিকভাবে দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন