শাহজাহান কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতির সফলতা’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১০ মার্চ) নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া। পরে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু , বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ‘উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন প্রমুখ’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন