{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

দুর্গাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাপ্তাহিক সুসঙ্গ বার্তার আয়োজনে আল কোরানের আলো ‘‘হিফজুল কোরআন’’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। `বৃহস্পতিবার দিনব্যাপী প্রেসক্লাব চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।, 

দুর্গাপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রনে প্রতিযোগিতা পুর্ব আলোচনায় কবি মাসুদুর রহমান ফকির এর সঞ্চালনা অন্যদের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম রফিক, সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, হাফেজ মাও: আব্দুল কাদির, রেজাউল করিম, শিহাব উদ্দিন, `অলি উল্লাহ, মজিবুর রহমান, কবি লোকান্ত শাওন প্রমুখ। ‘আলোচনা শেষে অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।,

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন