ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চোর পৌর কাউন্সিলর আব্দুস রাজ্জাককে (৪৩) বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে ১২ রাউণ্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে চার পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টায় থানার উপ-পরিদর্শক সাধন চন্দ্র রায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।এদিকে, আব্দুস রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় ৪৫টি মামলা রয়েছে। সে রানীশংকৈল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পীরগঞ্জ থানার (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক। `উপস্থিত জনতা তাকে মারপিট করে মসজিদের ভেতরে আটক করে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে মুহুর্তে সেখানে শতশত মানুষের সমাগম ঘটে। এক পর্যায়ে চোর রাজ্জাককে মেরে ফেলতে স্থানীয় জনতা উদ্দ্যত হয় ।,
শনিবার (১৬ এপ্রিল) রাতে পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদে তারাবির নামাজ পড়ার সময় জনৈক এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আব্দুর রাজ্জাককে আটক করেন মুসল্লিসহ স্থানীয় জনতা। `আটকের পর তার ব্যবহৃত একটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়।,
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রাজ্জাককে তাদের হাতে তুলে দিতে শ্লোগান দিতে থাকেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। `এতে পুলিশসহ ওই চোর মসজিদের ভেতরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে। জনতাকে ছত্রভঙ্গ করতে ১২ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।,
from Sarabangla | https://ift.tt/aPwi6DZ via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন