{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

ফকিরহাটে নসিমন-ট্রাক সংঘর্ষ, নিহত ১

বাগেরহাট: খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ব্রাক অফিস সংলগ্ন সড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। এ সময়ে নসিমনে থাকা পাঁচ গরুর মৃত্যু হয়েছে। ৩ গরু ব্যবসায়ী আহত হয়েছেন।,

নিহত নসিমন চালক জেলার চিতলমারী উপজেলার বারাসিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে শিফুল শেখ (৪৫)। আহতরা একই এলাকার শাহাদৎ (৩০) ও আব্দুল হক সরদার (৬০)। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, চিতলমারী থেকে নসিমনে গরু নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা বাজারে বিক্রি করতে যাচ্ছিল।, 


পথিমধ্যে নসিমনটি মহাসড়কের পাশে দাঁড়ায়। বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নসিমনটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নসিমন চালক মারা যায় ও ৩ গরু ব্যবসায়ী আহত হয়। এই ঘটনায় নসিমনে থাকা পাঁচটি গরু মারা গেছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ট্রাক আটক করতে পারেনি।,


 The post appeared first on Sarabangla http://dlvr.it/SW5PZr

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন