শফিকুল আলম শাহীন : নেত্রকানার পূর্বধলায় উপজেলা সদরের পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ চন্দ্র সরকারের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনেরমতো আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে চলমান রয়েছে শিক্ষার্থীদের মানববন্ধন ।
প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে প্রধান শিক্ষক সুদিপ চন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদ আচরণ ও নানা অনিয়ম-দুর্নীতিসহ অপকর্মের প্রতিবাদে ও তার অপসারন দাবীতে শিক্ষার্থীরা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি পেশ করে।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত ২০১৮ সালের ২০ জুলাই বর্তমান প্রধান শিক্ষকের স্ত্রী বিদ্যালয়ের জুনিয়র হিন্দু ধমীয়য় শিক্ষক জোৎস্না রানী বীরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে নিয়োগ বোর্ড গঠন করা হয়। আর এই নিয়োগ বোর্ড ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদিপ চন্দ্র সরকারকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। যা বেসরকারি শিক্ষক নিয়োগ নিতীমালার বহিভূত।
অনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক সুদিপ চন্দ্র সরকার বিদ্যালয়ে যোগদানের পর থেকেই আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, বিদ্যালয়ের পরিচালনায় অদক্ষতা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সাথে দুর্ব্যবহারসহ নানা অনিয়ম করে আসছেন।
অবিলম্বে দুর্নীতিবাজ ওই প্রধান শিক্ষককে অপসারণ করে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আনলে তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক সুদিপ চন্দ্র সরকারের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
অপরদিকে প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারন না করার দাবিতে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. খবিরুল আহসান বলেন, উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন