পূর্বধলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা মারা গেছেন। আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া মধ্যপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-হিরণপুর সেকশনের ৩৪৫/০-৩৪৫/১ কিলোমিটার এর মধ্যে এ দুর্ঘটনাটি ঘটেছে।ধারণা করা হচ্ছে, ঐ নারী রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ৭৭৮ আপ হাওড় অথবা ২৬১ আপ মোহনগঞ্জ লোকাল ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটতে পারে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার-ইন-চার্জ (ওসি) উপ-পরিদর্শক অমিত হাসান পূর্বকন্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ৬০/৬৫ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে । এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।এই পোস্টটি শেয়ার করুন