এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা মারা গেছেন। আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে মোহনগঞ্জ-ময়মনসিংহ  রেলপথের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া মধ্যপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহনগঞ্জ-ময়মনসিংহ  রেলপথের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-হিরণপুর সেকশনের  ৩৪৫/০-৩৪৫/১ কিলোমিটার এর মধ্যে এ দুর্ঘটনাটি ঘটেছে।

ধারণা করা হচ্ছে, ঐ নারী রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ৭৭৮ আপ হাওড় অথবা ২৬১ আপ মোহনগঞ্জ লোকাল ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটতে পারে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার-ইন-চার্জ (ওসি) উপ-পরিদর্শক অমিত হাসান পূর্বকন্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক  ৬০/৬৫ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে । এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও