{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পূর্বধলায় রুবেল হত্যার দায়ীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

নেত্রকোণার পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী, স্থানীয় রেনেসাঁ ক্লাবের সংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাক রুবেল মিয়াকে নির্মমভাবে হত

পূর্বধলা ( নেত্রকোণা) সংবাদদাতা  :  নেত্রকোণার পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী, স্থানীয় রেনেসাঁ ক্লাবের সংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাক রুবেল মিয়াকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে পূর্বধলা স্থানীয় রেনেসাঁ ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে উপজেলা পরিষদ গেটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

এর আগে উপজেলা সদরের স্টেশন বাজারস্থ  রেনেসাঁ ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।,

অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপি নেতা আব্দুল মান্নান, উপজেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শহীদ, যুবদল নেতা মাজহারুল ইসলাম মাজু,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ প্রমুখ।

প্রসঙ্গত: ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাক উপজেলার আগিয়া ইউনিয়নের পূর্ববুধি গ্রামের আবুল কাসেমের ছেলে রুবেল মিয়া গত ৭ মে দিবাগত রাত ৮টার দিকে  ভাড়ায় মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পর দিন বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা গ্রামের বিলের পাশে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ ছিল।,"

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন