{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় মরণোত্তর সংবর্ধণা ও গুণী সমাবেশ অনুষ্ঠিত

 শফিকুল আলম শাহীন:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৃতি সন্তান যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক প্রয়াত আবদুল হাননান খান ও সাবেক এমপি নাজমুল হুদার মরণোত্তর সংবর্ধণা, গুণী ব্যাক্তিদের  সমাবেশ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

পূর্বধলায় মরণোত্তর সংবর্ধণা ও গুণী সমাবেশ অনুষ্ঠিত

শনিবার সকালে উপজেলার খলিশাউড় স্কুল এন্ড কলেজ মাঠে এ মরণোত্তর সংবর্ধণা ও গুণী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্নসচিব মন্টু কুমার বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. কামরুজ্জামান শামীম, লেখক গবেষক আলী আহমদ খান আইয়ুব,বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার আরশাদ খান, সাবেক এমপি নাজমূল হুদার সহধর্মিণী রাবেয়া খাতুন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া রুবেল, পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন, পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক কামরুজ্জামান নাঈম, যুবলীগ নেতা রাশেদ কুদ্দুস খান সুজন প্রমুখ।

অনুষ্ঠানে পূর্বধলা সরকারি  কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েলের সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে ইউনিয়নের প্রয়াত রাষ্ট্রের গূরুত্বপূর্ণ ব্যাক্তি, কবি সাহিত্যিক, বাউল ও পুঁথি রচয়িতাদের স্বরণের মাধ্যমে তাদের ইতিহাস তুলে ধরেন। বিশেষ করে বাউল কবি ও সাহিত্যিক হাজী আমির উদ্দিন মুন্সী ও মাওলানা মিরাশ উদ্দিন মৌলানার জীবন ইতিহাস আলোচনায় স্থান পায় বিশেষ গুরুত্বের সাথে। 

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন