{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

আমেরিকার শিক্ষার্থীদের উদ্যোগে দুর্গাপুরে রিং টিউবওয়েল ও ইন্দিরা স্থাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকার কমলাবাড়ী গ্রামের শিশু শিক্ষার্থীদের সু-পেয় পানি পান করার জন্য একটি রিং টিউবওয়েল এবং ওই এলাকার রাজটীলা গ্রামে একটি ইন্দিরা স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে ইন্দিরা ও টিউবওয়েল উদ্বোধন করেন কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল।

এ নিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্ট এর স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুল আলম জানান, আমেরিকাতে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের হাত খরচের টাকা জমিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোভিড-১৯, বন্যা কবলিত এলাকা, শীতবস্ত্র বিতরণ সহ দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করে আসছে প্রায় ছয় বছর যাবৎ। 


এরই ধারাবাহিকতায়, প্রি-স্কুলের ছাত্র-ছাত্রী এবং পাহাড়ি অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর বিশুদ্ধ পানীয় জলের অভাব পূরণে স্থাপন করা হয় রিং-টিউবওয়েল ও ইন্দিরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল হামেদ, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, ডাঃ আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আইনুল সাংমা, প্রতোষ নকরেক প্রমুখ।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন