{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

৩৩৩ এ ফোন করে শেরপুরে খাদ্য সহায়তা পেলো ২ হাজার পরিবার

তপু সরকার হারুনঃ শেরপুরে ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা চেয়ে আবেদন করায় খাদ্য সহায়তা পেয়েছে ২ হাজার পরিবার ।

বুধবার (২৭ এপ্রিল)  দিনভর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ২ হাজার  পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় । ‘দূর-দূরান্ত এবং মানুষ বেশী হওয়াই শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ষ্টেডিয়ামে সকাল ১০ টা থেকে বিতরন করা হয় ।,

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামলীগেরে সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা  আতিউর রহমান আতিক এম পি,শেরপুর জেলার সূ-যোগ্য জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মেহনাজ ফেরদৌস উপজেলা ত্রাণ ও  কর্মকর্তা  মোঃ খবিরুল ইসলাম খান, ‘শেরপুর জেলা আওয়ামী-যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর প্যানাল মেয়র নজরুল ইসলাম ও বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের সেচ্চাসেবকগণ।,


একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন