{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসারের ইদ শুভেচ্ছা

ইদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ। পবিত্র ইদ-উল-আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকলেই। মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। দারিদ্রমুক্ত ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন আমরা এই ইদ-উল-আযহার প্রদীপ্ত শপথ নেই।

উৎসবমুখর পরিবেশে ইদ উদযাপনের প্রত্যাশায় পূর্বধলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানাই ইদের শুভেচ্ছা । ইদ মোবারক।


শেখ জাহিদ হাসান প্রিন্স

উপজেলা নির্বাহী অফিসার

পূর্বধলা, নেত্রকোনা।


একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন