{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ক্রিশ্চিয়ান এইড’র সহযোগিতায় বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়।

এতে ওই ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ৩০০টি পরিবারের মাঝে বহুমুখী কাজের জন্য চার হাজার পাঁচশত টাকা করে বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম, ট্যাগঅফিসার মোঃ নাসির উদ্দিন, ক্রিশ্চিয়ান এইড‘র সমন্বয়কারী মোঃ শামছুজ্জামান, প্রজেক্ট সাপোর্ট অফিসার ছন্দা রানী, সনজিমা মাধুরী, নুসরাত চৌধুরী, ডিএসকের ফোকাল পারসন মোঃ আলাউদ্দিন, সহকারী পরিচালক মোঃ সুলতান উদ্দিন, শামছুল আলম খান, উপ-পরিচালক মীর্জা রোকনুজ্জামান তারেক, সাংবাদিক ধ্রুব সরকারসহ স্থানীয় গন্যমান ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ,

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন