তপু সরকার হারুনঃ শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল বিজ্ঞ পিপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজদুল হক মিনু, আলহাজ্ব ফখরুল মজিদ খোকন,এডভোকেট মোকাদ্দেস ফেরদৌসী, মিনহাজ উদ্দিন মিনাল,শামসুন্নাহার কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানুদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদুৎ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামিম হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আনিস, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.এম,এ বারেক তোতা,সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, আনোয়ারুল হাসান উৎপল,উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহাসহ জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি । জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পরে সরকারি বিভিন্ন দপ্তর,জেলা আওয়ামী লীগ,জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।,
সকাল ১০ টায় কালেক্টরেট চত্তর থেকে এক র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।পরে শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।,
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ হুমায়ুন কবির রুমান, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ,জেট মোরশেদ আলী,সিভিল সার্জন ডা.অনুপম ভট্টাচার্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আঃ রশীদ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এ.এস.এম নুরুম ইসলাম হিরো প্রমুখ।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন