{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় এনজিও কর্মীর বাসায় দূঃধর্ষ চুরি

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরে এক এনজিও কর্মীর বাসায় দূঃধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এ সময় চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৪ লাধিক টাকার মালামাল নিয়ে যায়।,

জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের ঠিকুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকায় ইকরা স্কুল সংলগ্ন বাসার ঘরের তালা ভেঙ্গে এ দূঃধর্ষ চুরি সংঘঠিত হয়।, 


হেলাল উদ্দিনের স্ত্রী রোজিনা জানান, তার স্বামী বেসরকারি সংস্থা আশা’র  ব্র্যাঞ্জ ম্যানেজার হিসেবে ইশ^রগঞ্জ এলাকায় কর্মরত আছেন। পূর্বধলার বাসায় তিনি ও তার ১  ছেলে এবং ২ মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন।, 


গত ৩১ জুলাই তাদের বাসার দরজা-জানালা তালাবদ্ধ রেখে তিনি ছেলে মেয়েদের নিয়ে তার বাবার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর চলে যান।, 


আজ শুক্রবার (৫ আগস্ট) বিকালে তিনি বাসায় এসে দেখেন তার ঘরের বারান্দার গেইটের ও দরজার তালা ভেঙ্গে চোরেরা তার ঘরে প্রবেশ করে  স্টীলের আলমারী ও ওয়ারড্রপ এর তালা ভেঙ্গে ঘর থেকে ৪ভরি স্বর্ণালংকার ও  নগদ ৭০ হাজার টাকা নিয়ে গেছে।, 


পূর্বধলা থানার অফিসার-ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।  অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।, 


একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন